যীশু সেন, বিশেষ প্রতিনিধি : সুস্থ সংস্কৃতি চর্চার তালিম আপনার সন্তানের মনের ভিতরে প্রবেশ করে দিন, সন্তানরা ভালোভাবে গড়ে উঠবে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশ ও সমাজের মানুষ আলোকিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধূলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধা ও মননের উৎকর্ষ সাধন সম্ভব। নৃত্যকলা সাংস্কৃতির একটি অংশ। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের সাংস্কৃতিক দীর্ঘদিনের ঐতিহ্য চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে ‘সঞ্চারী’ নৃত্যকলা একাডেমির অবদান অনস্বীকার্য।
গত ২৭ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৫:৩০মিনিটে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সঞ্চারী নৃত্যকলা একাডেমির ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “নৃত্যে সৃষ্টির ছন্দ” শিরোনামে নৃত্যানুষ্ঠানে বক্তারা একথা বলেন। সঞ্চারী নৃত্যকলা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক নৃত্যশিল্পী স্বপন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রাক্তন উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রাক্তন কালচার অফিসার বিশিষ্ট নৃত্যশিল্পী মানসী দাশ তালুকদার, বিউবো কালুরঘাট দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জুয়েল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম। আজীবন সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী নৃত্যগুরু রীতা দস্তিদার। অনামিকা বড়ুয়া সুপ্তি সঞ্চালনায় বক্তব্য রাখেন নৃত্য শিল্পী শুভ্রা সেন গুপ্তা, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ। নৃত্যে সৃষ্টির ছন্দ নৃত্যানুষ্ঠানে প্রায় ১০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করল পরিচালনায় নৃত্যগুরু স্বপন বড়ুয়া।