প্রতি বছরের ন্যায় সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর মানুমিয়ার বাজার যুব সমাজের উদ্যোগে (আহম্মদপুর, চরডুব্বা, চরএলাহী ও বাশঁতলা) গ্রামের ১০জন কবর খোড়া ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট পাঞ্জাবি ও কম্বল প্রদান এবং অসহায়, গরিব, এতিম ছাত্রদের মাঝে শীতবন্ত্র (কম্বল) ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অসহায় চরএলাহী গ্রামের ছোকধন নামের একজনকে একটি টিউবওয়েল প্রদান করেন।
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে মানুমিয়ার বাজার সংলগ্ন মাঠে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুমিয়ার বাজার মাদ্রাসার মোহতামিম ইয়াছিন কাসেমী, সমাজসেবক মাস্টার নিজাম উদ্দিন, জসিম উদ্দিন, আরিফুল ইসলাম, হারুনুর রশিদ মাসুদ, জাহেদুল ইসলাম ঝন্টু সহ মানুমিয়ার বাজার যুব সমাজের সকল সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানুমিয়ার যুব সমাজের উদ্যোক্তা জসিম উদ্দিন জানান, ৫টি গ্রামের ১০জন কবর খোড়া ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট, পাঞ্জাবি ও শীতবস্ত্র অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি। সারাদেশের যুব সমাজ যদি এমন মহতি উদ্যোগ গ্রহন করে অসহায়, গরিব, এতিম ছাত্র ও পরিবারের পাশে দাঁড়ানোর মতো মহতি কাজে এগিয়ে আসে।