চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বদরুল আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট মো. সাইয়েদুল ইসলাম বাবু এবং ১৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট মো. বদরুল আলম চৌধুরী।
পরে রাত সাড়ে ১২টায় আইনজীবী ভবনের নিচ তলায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সমিতির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ.টি.এম মোস্তফা কামাল।
এছাড়া ১৯৪ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এ.এন.এম মাইনুল ইসলাম, ১৮৫ ভোট পেয়ে জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শাহজাহান আখন্দ, ১৯৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শরীফ মাহমুদ সায়েম, ১৮৯ ভোট পেয়ে ফরমস সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয়, সর্বোচ্চ ২১০ ভোট পেয়ে সম্পাদক লাইব্রেরী নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জাবির হোসেন, ১৮৭ ভোট পেয়ে সমাজ কল্যাণ ও সেমিনার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা, ১৮৫ ভোট পেয়ে জেনারেল অডিটর নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী, ১৯০ ভোট পেয়ে রানিং অডিটর পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনি, ১৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আবু কাউছার, ১৯৪ ভোট পেয়ে সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ-ই-জালাল (সাব্বির), ১৮৫ ভোটে সদস্য রেজিষ্ট্রারিং নির্বাচিত হয়েছেন তিনজন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাকিব, ১৮১ ভোটে অ্যাডভোকেট মো. শেখ সাদী, ১৭৭ ভোটে অ্যাডভোকেট মো. আবির হাসান রনি।
সমিতির ৩৭৪ জন ভোটারের মধ্যে ৩৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল ঘোষণার সময় নির্বাচনের রিটার্নিং অফিসার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।