আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দাকোপের কামার খোলা, সুতার খালি,নলিয়ান ও বটবুনিয়া গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লাউডোব ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবারজ সকলের কাছে দোয়া ও আর্শীবাদ চেয়ে আজ ২৬ জানুয়ারি শুক্রবার সকাল থেকে দিনব্যাপী দাকোপের কামার খোলা,সুতারখালি,নলিয়ান ওরা বুনিয়া গণ সংযোগ ও মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন।এ সময় তার সাথে ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৈলাশজ্ঞ ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান মিহির মন্ডল লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত কুমার রায়,, যুবলীগ নেতা তন্ময় রায়,ইউনিয়ন পরিষদ সদস্য। প্রদীপ সরদার, নিতাই জদ্দার,বাবলুগাজী,সুব্রত সরদার,আলম কারিগর ,বাবলু গাজী,হিরন্ময় রায় সহ আরো অনেকে।