বুধবার (২৪ শে জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা কার্যালয়ে দিনাজপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহম্মেদ (পিপিএম)এর নির্দেশনা মোতাবেক বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুলাল কর্মকারের ছেলে অর্জুন কর্মকার বইপত্র সহ আর্থিক সমস্যার জন্য কলেজে যেতে পারছেন না এজন্য কলেজ পড়ুয়া ছাত্র অর্জুন কর্মকার ও তার বাবা দুলাল কর্মকার কে থানায় তার কার্যালয়ে ডেকে এনে জেলার পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক বইপত্র ক্রয় বাবদ ও আর্থিক সহায়তা প্রদান করেন। জানাযায় অর্জুন কর্মকার বিরামপুর উপজেলার কাটলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি রয়েছে। অর্জুন কর্মকার বইপত্রসহ আর্থিক সমস্যার কারণে নিয়মিত কলেজে যেতে পারছে না এ বিষয়েএকটি প্রতিবেদনমূলক নিউজ প্রকাশিত হলে দিনাজপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার মোঃ শাহ ইফতেখার আহমেদ পিপিএম, এর নজরে আসে তিনি বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারের মাধ্যমে কলেজ পড়ুয়া ছাত্র অর্জুন কর্মকারের জন্য বইপত্র ক্রয় বাবদ ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার কলেজে নিয়মিত অংশগ্রহণ করার বিষয়ে ও পড়াশোনার বিষয়ে খোঁজখবর নিবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন এবং তার পাশে থাকবেন।