চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে বিশেষ অভিযানে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) বিকালে উপজেলার কুমিরা ঘাট সন্দ্বীপ চ্যানেল উপকূলে এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সমুদ্রে জাটকা সংরক্ষণ আইন এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ একটি কম্বিং অপারেশন চালানো হয়। এ সময় আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয় এবং জাটকা আহরণকারী শুকলাল দাশকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দিন সহ প্রমুখ। উল্লেখ্য যে উপজেলা মৎস্য দপ্তর, কুমিরা নৌপুলিশের যৌথ উদ্যোগে কুমিরা ঘাট সন্দ্বীপ চ্যানেলে এ অভিযান পরিচালনা করেন।