চাঁদপুরের কচুয়া উপজেলা পাথৈর ইউনিয়ন পরিষদের অন্তগর্ত দরিকান্দি মুন্সী বাড়ীতে আব্দুল মান্নানের বসত ঘর বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে ২৪শে জানুয়ারী বুধবার দুপুর নাগাদ অগ্নি সংযোগের ঘটনায় জৈনক ব্যক্তির বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই, ক্ষতিগ্রস্থ প্রায় ৪লক্ষ টাকা।
এ ঘটনার খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখাযায়, আব্দুল মান্নান এর ঘরের আসবাবপত্র সহ আলমারি, সুকেশ, ঘরে থাকা লেপতোশক ও স্যাঁচ করানো প্রায় পানির মেশিন পুড়ে ছাই।
আব্দুল মান্নান জানান আমি সকালে জমিতে চাষাবাদে বদলা নিয়ে যাই, জমির কাজে পরে আমার পাশে থাকা লোকদের ডাক চিৎকার শুনে দৌড়ে এসে দেখি, আমার কষ্টের টাকার আয় থেকে যা জোড়ানো ছিলো তা সবই পুড়ে ছাই হয়ে গেছে। পরে বাড়ীর আশের পাশের লোকেরা দৌড়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আমার ঘরের কোন কিছুই আনামত নেই বলে জানাযায়। আবদুল মান্নান বলেন আমি এখন পুরোই বলেন আমি পুরোই শূন্য হয়ে গেলাম। তাই তিনি সকলের সহযোগিতাও কামনা করেন।
তবে জানাযায়, তাৎক্ষণিক খবর পেয়ে ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আক্কাস মোল্লা দৌড়ে ছুটে যান এবং তাকে সান্ত্বনা দিয়ে ক্ষতিপূরণের আশ্বাস প্রদান করেন। যদি অসহায় আবদুল মান্নান কে ক্ষতিপূরণে সহযোগিতায় এগিয়ে আসেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ: আব্দুল মান্নান পিতা. আব্দুল লতিফ, গ্রাম: দরিকান্দি মুন্সী বাড়ী, মোবাইল- ০১৮৪০০৩৫১২৯.