ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে আগুন

প্রতিবেদক
majedur
জানুয়ারি ২৩, ২০২৪ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গভীর রাতে তুলার বান্ডেল বহনকারী একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৫০ হাজার টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) রাত ১২ টা ৫১ মিনিটের দিকে উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নস্থ ছোট দারোগারহাট এলাকায় সেবা ফিলিং স্টেশনের সামনে এঘটনা ঘটে। জানা যায়, ঢাকামুখি একটি কাভার্ডভ্যানে চলন্ত অবস্থায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে, তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় গাড়ীতে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের তুলা পুড়ে ছাঁই হয়ে যায়। তবে আগুনে পুড়ে কারো হতাহতের তথ্য পাওয়া যায়নি। এবিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, রাত ১২টা ৫১ মিনিটের দিকে একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিড়ি-সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার তুলা ক্ষতিগ্রস্থ হয় এবং ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।

Don`t copy text!