সিরাজদিখানে ২শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক১
মুন্সিগঞ্জের সিরাজদিখান ২শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাজ্জাদ খন্দকার (১৯) নামে এক মাদক সম্রাট গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর দেড়টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামস্থ গ্রেফতারকৃত সাজ্জাদ খন্দকারের নিজ বসত বাড়ীর বসত ঘর থেকে তাকে ২শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দক্ষিন তাজপুর গ্রামের হাবিবুর রহমান (হাবু)র ছোট ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে মর্মে মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।