ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুন

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারোআউলিয়া এলাকাস্থ ৪নং ওয়ার্ডে সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত মোঃ মাহাবুব আলম মালিকানাধীন এম.এ শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলার বারোআউলিয়া এলাকায় এম.এ শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজে কাজ করার সময় ইঞ্জিন রুমে আগুন লাগে। তারপর আগুন জাহাজের কেবিন সহ চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, মালিক পক্ষের অবহেলা ও নিরাপত্তাহীনতার কারণে এ ধরনের দুর্ঘটনা হচ্ছে। এর আগেও ২০২২ সালে রুবেল নামের স্থানীয় এক যুবক একি ইয়ার্ডে দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়। সংবাদ পেয়ে, কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা ৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে বিষয়টি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, কি কারণে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না। তবে এই বিষয়ে মালিক পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Don`t copy text!