ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

করেরহাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৮, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

মিরসরাই উপজেলার করেরহাটে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, ধর্ষণ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) সকালে করেরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুৃষ্ঠিত হয়েছে।

সহকারী উপপরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন।

অন্যান অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য মার্শেল কবির পান্নু,উত্তর জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল কুদ্দুস
করের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কাল চাদ চৌধুরী, ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ, জোরারগঞ্জ থানার উপপরিদর্শক আজিজুল ইসলাম সহ প্রমুখ

সভায় প্রধান অতিথি জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।

Don`t copy text!