মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গুণী এই ব্যক্তির বাড়ী মীরসরাই থানা অন্তর্গত ৭নং কাটাছরা ইউনিয়নস্থ ৯নং ওয়ার্ড রহিম উল্যাহ্ মুন্সি বাড়ী। তার ২ছেলে ১মেয়ে। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীণ ২নং সেক্টরে কাজ করেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থাণে চির নিদ্রায় সাহিত হলেন। উপস্থিত ছিলেন মীরসরাই সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান। পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।