ঢাকাবুধবার , ১৭ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে তীব্র শীত সাথে ঘন কুয়াশা জনজীবনে স্থবিরতা

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৭, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

প্রচণ্ড শীতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জনজীবনের স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। প্রচণ্ড শীতের কারণে রাস্তাঘাট একেবারে ফাঁকা, বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না।

জানা গেছে, কিছু কিছু দোকানপাট খোলা থাকলেও সেরকমভাবে ক্রেতারা দোকানে আসছে না। এছাড়াও এখন বোরো ধান আবাদ করার জন্য জমি প্রস্তুত করা ও ধানের চারা রোপণের সময়। কিন্তু শীতের কারণে কৃষকরা মাঠে নামতে পারছে না।

উপজেলার বাঙ্গরা গ্রামের কৃষক আবু হানিফ বলেন, জমি প্রস্তুত করে রেখেছি চারা রোপণ করার জন্য, প্রচণ্ড শীতের কারণে কাজের লোক পাওয়া যাচ্ছে না। কিছুদিন যাবত মাঝেমধ্যে দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না।

এদিকে তীব্র শীতের কারনে কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান বলেন, প্রচণ্ড ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের মধ্যে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে তাই শিশুদের তরতাজা ও গরম খাবার খাওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন এবং গরম কাপড় পরিধান ও বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Don`t copy text!