বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ঠান্ডা বাতাসও শীতে কাহিল রংপুরের নিম্ন আয়ের মানুষ

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি / ১৩৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

 

এক সপ্তাহেরও বেশি সময় ধরে রংপুর মহানগরীসহ বিভাগের আট জেলায় সূর্যের দেখা মিলেনি। তবে গতকাল বুধবার বিকেলে সূর্য উকি দিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এতে প্রচন্ড শীত ও ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন অনেকে।এদিকে প্রচন্ড শীত ও ঠান্ডা বাতাসে কাহিল হয়ে পড়েছে রংপুরের জনজীবন। হাট-বাজার ও শপিং সেন্টারগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে যানবাহনগুলোতে যাত্রী সংকট দেখা দিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। শিশু ও বৃদ্ধরা বেশি চিকিৎসা নিচ্ছেন। ডায়রিয়া, জ্বর-সর্দি সহ শীতজনিত রোগের র্প্রার্দুভাব দেখা দিয়েছে। গবাদি পশু-পাখি নিয়ে দুশ্চিতায় পড়েছেন মানুষজন।মানুষজন জানিয়ে, এবারের শীতের মাত্রাটা অনেক বেশি। শীতের মৌসুমের শুরুতে শীত না হলেও শেষের দিকে মানুষকে ভোগান্তি করছে। এতে শীত নিবারণের জন্য অনেকেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হচ্ছেন। হাসপাতালগুলোতে নারী, শিশু ও বৃদ্ধা নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় বাড়ছে। চরাঞ্চল ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্রের সংকট দেখা দিয়েছে।নগরীর পার্কের মোড় এলাকার দিনমজুর নিতিশ চন্দ্র বর্মণ ও হায়দার আলী বলেন,হামার কি বসি খাওয়ার দিন আছে। শীতত হাত পাও সিক নাগে তবু কামত যাওয়া নাগে। কাম না করলে খামু কী। অইদ হউক আর শীত হউক হামাক কাম করিয়ে খাওয়ায় নাগবে।তামপাট এলাকার ইছার আলী ও আশরাফুল আলম বলেন, আমরা সারা বছর দিনমজুরি করি সংসার চালাই। ভোরে বাড়ি থেকে বের হই এরপর রংপুরের যেখানে কাজ পাই সেখানে চলে যাই। কাজ শেষে বিকেলে বাড়ি ফিরি। যেদিন যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে। আর যেদিন কাজ পাওয়া যায় না সেদিন খালি হাতে ফিরতে হয়। সেদিন বাড়িতে কাজ করি।তারাগঞ্জের হাজীপাড়া এলাকার আব্দুস সালাম বলেন, ঠান্ডাত তো কিছু করার ইচ্ছা করে না। পেটের দায়ে করা লাগে। কাজ-কামও আগের মতো পাওয়া যাচ্ছে না। যখন যা পাচ্ছি তাই করছি।রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে রংপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কম হওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে এ অঞ্চলে।এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রায় ৪২ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের বেশির ভাগই শীতের তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুনের উষ্ণতা নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। আবার কেউ কেউ শীত নিবারণে গরম পানি ব্যবহার করতে গিয়েও দগ্ধ হয়েছেন। এছাড়া রমেক হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতের প্রকোপে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীদের ভর্তির চাপ। গত কয়েক দিনের তুলনায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে ১৮জন শিশুর মৃত্যু হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!