একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, বীর মুক্তিযোদ্ধা মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী আজ।
২০০৪ সালের ১৫ জানুয়ারি রিকশায় করে আহসান আহমেদ রোডে নিজ বাড়িতে যাওয়ার সময় খুলনা প্রেসকাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা।
ঘাতকের পৈশাচিকতায় প্রাণ বিসর্জনের আগমূহুর্ত পর্যন্ত তিনি দৈনিক সংবাদ ও ইংরেজী দৈনিক নিউএজ এর সিনিয়র রিপোর্টার, একুশে টেলিভিশনের প্রতিনিধি এবং বিবিসি বাংলা সার্ভিসের খন্ডকালীন সংবাদদাতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন মানিক সাহা।
মানিক সাহা হত্যা মামলার রায়ে ২০১৬ সালের ৩০ নভেম্বর ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।তবে একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য আইনে হওয়া মামলার আসামিরা সবাই খালাস পান। ওই রায়ে খুলনার সাংবাদিক সমাজ ও নিহতের পরিবার কেউই সন্তুষ্ট ছিলেন না। নিহতের ভাই প্রদীপ সাহা জানান, এ হত্যায় যাদের সাজা হয়েছে তারাই কেবল হত্যায় জড়িত নয়। এর পেছনে অর্থদাতা, মদদদাতা ও একাধিক ব্যক্তি সংশ্লিষ্ট ছিলেন।
আমরা আজো মনে করি, হত্যাকান্ডের সঠিক বিচার হওয়া উচিত। মানিক সাহা। প্রতি বছরের মতো এবারও মানিক সাহা স্মরণে খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন ক্লাবের শহীদ স্মৃতিস্তম্ভে মাল্যদান ও আলোচনা সভার আয়োজন করেছে। এ ছাড়া মানিক সাহার পরিবার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিপিবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করবে।