ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় লাইসেন্স বিহীন মোটরসাইকেল ও সিএনজি আটক

প্রতিবেদক
admin
জানুয়ারি ১৫, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

ফেনীর ছাগলনাইয়া রেজিষ্ট্রেশন ও লাইসেন্স বিহীন চালক বেড়ে যাওয়ায় পৌরসভা অভিযান চলমান রেখেছেন ফেনী জেলা ট্রাফিক পুলিশ। তারই ধারাবাহিকতায় হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় রবিবার (১৪ জানুয়ারি) জেলা ট্রাফিক পুলিশের একটি বিশেষ টিম মোটর সাইকেল, সিএনজি, ড্রাম ট্রাক, নসিমন ও পিকাপ সহ অন্যন্য গাড়ী আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।

পৌর শহরের জিরো পয়েন্ট, মটুয়া রাস্তার মাথা, হাসপাতাল মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব গাড়ি আটক করা হয় এবং অপরাধের ধরন ও আইনের-ধারা অনুযায়ী গাড়ীর মালিকদের বিভিন্ন পরিমানে জরিমানা সহ ১৯ টি মামলা দেয় ট্রাফিক পুলিশ।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আমিনুর রহমান মজুমদার বলেন, সিএনজি, মোটর সাইকেল ও নসিমন ড্রাইভিং এ অদক্ষরাই বেশি দুর্ঘটনার শিকার হয়। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে সারা জীবন মাশুল দিতে হয়। তাই হেলমেট, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটর যানের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম, এটিএসএ মো. নজরুল ইসলাম, কনস্টেবল মো. রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, সুসান্ত বড়ুয়া সহ সঙ্গীয় ফোর্স।

Don`t copy text!