নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তাফা-হাজেরা ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।শনিবার সকালে সোনাইমুড়ী উপজেলা পরিষদের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
ফাউন্ডেশন এর পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদের উপস্থাপনায় ফাউন্ডেশনের
প্রধান উপদেষ্টা এবং মোস্তফা হাজেরা গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, আরো উপস্থিত ছিলেন মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা, মোস্তফা হাজেরা গ্রুপের শিক্ষা বিষয়ক প্রধান কর্মকর্তা ড,রনজিত দস্তিদার রানা,মোস্তফা হাজেরা গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোজর (অবঃ) তানবীর আহমেদ, ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক মিরাজ উদ দৌলা,ফাউন্ডেশনের সহ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ,
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যেপ্টেন গোলাম কিবরীয়া বলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে তাদের বিভিন্ন কর্মকান্ড ও শিক্ষাক্ষেত্রে তাদের পরিকল্পনা তুলে ধরেন। শিক্ষা ক্ষেত্রে নিজ এলাকা এবং সমাজকে বদলতে দিতে তাদের চেষ্টা বিশ্বজুড়ে চড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন, ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের পরিবর্তনের জন্য আধুনিক শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান, তিনি আরো বলেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে, আগামী দিনের ছাত্র-ছাত্রীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার ভূমিকা সবাইকে উপলব্ধি করতে হবে, নিজে শুধু ভালো মানুষ হিসেবে গড়ে উঠলে চলবেনা সমাজ এবং দেশকে বদলে দেওয়ার জন্য কাজ করতে হবে সবাইকে।
এসময় সোনাইমুড়ী-চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।