ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১২, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

রংপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নগরীর পরশুরাম থানাধীন ৫ নং ওয়ার্ডের বুড়াইল বাজার চিলের ঝাড় নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, পাকা রাস্তা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সকাল সাড়ে দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।ওসি আরও জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Don`t copy text!