ঢাকাশুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান টিভির শ্রেষ্ঠ প্রতিনিধির পুরস্কার পেলেন ওমর ফারুক

প্রতিবেদক
admin
জানুয়ারি ১২, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

সমৃদ্ধ মফস্বল সাংবাদিকতার অনন্য অবদানের জন্য এশিয়ান টেলিভিশনের সাভার প্রতিনিধি ওমর ফারুককে শ্রেষ্ঠ প্রতিনিধির পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হয়। ওমর ফারুককে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন টেলিভিশনের চেয়ারম্যান সিআইপি হারুন অর রশিদ।

প্রতিনিধিদের দিক নির্দেশনা প্রদান এবং তাদের পরামর্শ জানতে এ সম্মেলনের আয়োজন করে টেলিভিশন কর্তৃপক্ষ।

মো. ওমর ফারুক এশিয়ান টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি এবং পাঠকপ্রিয় অনলাইন গনমাধ্যম আজকের পোস্টের সম্পাদক।

ওমর ফারুক নিজ এলাকার জনসাধারণের অনেক সমস্যার কথা সরেজমিনে গিয়ে তুলে ধরেছেন এবং সমস্যার সমাধানও হয়েছে। এছাড়া তৃণমূল মানুষের দুঃখ ও দুর্দশা নিয়েও অনেক প্রতিবেদন করেছেন। টেলিভিশন স্টেশন থেকে অর্পিত কাজ যথাযথভাবে নিষ্ঠার সঙ্গে পালন করায় এবং সংবাদের প্রতি তার অকুণ্ঠ আন্তরিকতা ও ভালবাসার কথা তুলে ধরে তাকে ধন্যবাদ জানায় টেলিভিশন কর্তৃপক্ষ।

এ বিষয়ে ওমর ফারুকের কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি আমার প্রিয় প্রতিষ্ঠান এশিয়ান টেলিভিশনের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই, পরবর্তীতেও যেন এই ধারা অব্যহত রাখতে পারি।

এদিকে ওমর ফারুক শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও সুধীজনরা স্যোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

Don`t copy text!