ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস। সময়কাল: ১৪ ই জানুয়ারী, ২০২৪ পর্যন্ত

প্রতিবেদক
admin
জানুয়ারি ১১, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

☁️আকাশ : এই সপ্তাহজুড়ে দেশের আকাশ আংশিক মেঘলাসহ সপ্তাহজুড়ে কুয়াশা বেল্টের পরিমাণ দেশে উল্লেখযোগ্য ভাবে থাকতে পারে। যা দুপুর পর্যন্ত এবং কোথাও কোথাও বিকাল পর্যন্ত সূর্যালোককে বাধাগ্রস্ত করতে পারে।

☔বৃষ্টি: এই সপ্তাহে দেশে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি।
🌧️বৃষ্টিবলয়: এই সপ্তাহে দেশের উপর কোন বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই।

🙇‍♂️শৈত্যপ্রবাহ: চলতি সপ্তাহে রাজশাহী রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের উত্তর অংশের কিছু কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে ও সর্বোচ্চ তাপমাত্রার মান স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকতে পারে।

🌫️কুয়াশা বেল্টঃ এই সপ্তাহ জুড়ে দেশের বিস্তীর্ণ এলাকা কুয়াশা বেল্টে আবৃত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চলগুলো হল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ। খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশা বেল্ট থাকলেও তা দুপুরের মধ্যে পরিষ্কার হতে পারে।

🌫️কুয়াশাঃ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় বিশেষ করে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা করতে পারে। সুতরাং রাতের বেলা যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

🌞দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ : গড়ে ০ থেকে ৩ ঘন্টা করে পাওয়া যেতে পারে।
🌞দিনের আকাশে ম্লান সূর্যের কিরণঃ গড়ে ৩-৬ ঘন্টা থাকতে পারে।

Don`t copy text!