মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের মধ্য ইসলামাবাদ গ্রামে বৃহস্পতিবার আনুমানিক রাত ২ টার
সময় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ জানায় রাত আনুমানিক দুইটার সময় তার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ পাঁচ জন ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে এবং তার স্ত্রীকে হাত পা চোখ বেঁধে ফেলে, আমাকে এবং আমার স্ত্রীকে রামদা এর উল্টো পিঠ দিয়ে বেধড়ক মারধর করে , এবং আমাদের ঘরে থাকা নগদ ৫২০০০হাজার টাকা এবং স্বর্ণ নিয়ে যায়। পরবর্তীতে ডাকাত দল চলে যাওয়ার পর আমাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে।
এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ( তদন্ত) মোহাম্মদ সানোয়ার খান তিনি বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেনএবং ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই এলাকায় পুলিশের টহল বাড়িয়ে দেওয়া হবে।