ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম কোস্টাল ক্যারিয়ার্স লিঃ চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক লায়ন আহমেদ মাহী রাসেল ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের প্রতি আবেদন এবং দৃষ্টি আকর্ষন করে সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসটি নিম্মে হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো, এবার লম্বা সময় গ্রামে থেকে আমার ব্যাক্তিগত অনুধাবন সুস্থ সমাজ গঠনে স্বাবলম্বী তরুন ও নারীর কোন বিকল্প নাই। আবেদন বা দৃষ্টি আকর্ষন সর্বজন শ্রদ্ধেয় আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিম। ফেনী-১ নির্বাচনী এলাকায় প্রতিটা ভোট কেন্দ্রে কমপক্ষে ২০০-৩০০ এর অধিক টগবগে তরুন তুর্কী দলমত নির্বিশেষে তাদের সর্বোচ্চ দিয়েছে। আমরা ভীষন আশাবাদী আপনি শত সীমাবদ্ধতার মাঝেও দলমত নির্বিশেষে ফেনী-১ এর তরুনদের কর্মসংস্থান ও অসহায় অসচ্ছল নারীদের অর্থনৈতিক সচ্ছলতা ফেরাতে সর্বোচ্চ গুরত্ব দিবেন, মহান আল্লাহ সহায় হোন।