ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন নতুন এমপিরা

প্রতিবেদক
admin
জানুয়ারি ১০, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জানুয়ারী)সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াৎ করা হয়।এরপর স্পিকার নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেন।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব আব্দুস
সালাম।
প্রথমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথপত্রে সই করেন।
এরপর বেলা ১১টায় স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। তাদের সবার পরনেই ছিল মুজিব কোট। শপথ নেওয়ার পর স্বতন্ত্র প্রার্থীরা সেখানেই শপথপত্রে স্বাক্ষর করেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।
দুপুর ১২টায় জাতীয় পার্টি ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।
এদিন সকাল থেকেই সারা দেশ থেকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিরা উপস্থিত হতে থাকেন। শপথ উপলক্ষে সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়।
এর আগে, রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। বাকি ২৯৯ আসনের মধ্যে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ওই আসনের ফলাফল স্থগিত করা হয়েছে। বাকি ২৯৮টি আসনে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ভোটের পরদিন সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন জানিয়েছে, ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা জয় পেয়েছেন ২২২টি আসনে। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীরা জয় পেয়েছেন ১১টি আসনে। একটি করে আসনে জয় পেয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীরা। বাকি ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।
গতকাল মঙ্গলবার ২৯৮ আসনে নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে বিজয়ী ঘোষিত প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়। মঙ্গলবার গেজেট প্রকাশের পরদিনই নবনির্বাচিতরা শপথ নিচ্ছেন।
সংসদ সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হলে শপথ নেওয়া বাধ্যতামূলক। সংবিধানের ৬৭ (২) ধারায় বলা আছে, ‘এই সংবিধানের অধীন যে ক্ষেত্রে কোনো ব্যক্তির পক্ষে কার্যভার গ্রহণের পূর্বে শপথ গ্রহণ আবশ্যক, সেই ক্ষেত্রে শপথ গ্রহণের অব্যবহিত পর তিনি কার্যভার গ্রহণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে।’
এদিকে সংবিধান অনুযায়ী, নতুন এমপিদের শপথ নেওয়ার পর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকতে হবে।

Don`t copy text!