ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু

প্রতিবেদক
admin
জানুয়ারি ১০, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরো ৬ জন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মান্দা উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।ওয়াসিম রাজু নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, ড্রাম ট্রাকটি রাজশাহীর দিকে যাচ্ছিল আর পিকআপ ভ্যানটি রাজশাহীর দিক থেকে আসছিল। শ্রীরামপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও কমপক্ষে ৬ জন আহত হন। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে।

Don`t copy text!