টানা চতুর্থ বারের মতো সরকার প্রধানের পদ অলংকৃত করা এখন শুধু সময়ের অপেক্ষা। এমন আনন্দক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ শীর্ষ ব্যবসায়ী সংগঠক এফবিসিসি আই। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ২৯৯টি আসনের মধ্যে ২২৫টিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে ২২২ আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে ৬২ আসনে। জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন। আর ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি এবং জাসদ জিতেছে একটি করে।গত ৭ জানুয়ারি রবিবার বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ৯ তারিখ সকালে মঙ্গলবার,গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠক,এফবিসিসিআই, এ সময় উপস্থিত ছিলেন,এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম,সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিন হেলালী,সহ-সভাপতি খায়রুল হুদা চপল। সহ-সভাপতি ও চাঁদপুর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কনিষ্ঠ পুএ রাশেদুল হোসেন চৌধুরী রনি ,সহ-সভাপতি, মিসেস শমী কায়সার,সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার,সহ-সভাপতি যশোদা জীবন দেব নাথ,সহ-সভাপতি মোঃ মুনির হোসেন।
এর আগে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ভারত, রাশিয়া ও চীনসহ ১১ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার শুভেচ্ছা জানান। নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান তারা।