ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ (ভৈরব -কুলিয়ারচর) -৬ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী নাজমুল হাসান পাপন

প্রতিবেদক
admin
জানুয়ারি ৮, ২০২৪ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ (ভৈরব -কুলিয়ারচর) -৬ আসনে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিসিবির সভাপতি ও সাবেক রাষ্টপতি মোঃ জিল্লুর রহমান এর সন্তান আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

শনিবার ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন ভোট পেয়েছেন ১লাখ ৯৮ হাজার ১৫৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর প্রার্থী মোমবাতি প্রতীকে রুবেল হোসেন ভোট পেয়েছেন ৩২০৬ ভোট। এছাড়া তৃতীয় অবস্থানে জাতীয় পর্টির প্রার্থী নুরুল কাদের সোহেল লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩০৫৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে আবদুছ ছাত্তার খোকন পেয়েছেন ১ হাজার ৬৫২ ভোট।

কিশোরগন্জ (ভৈরব -কুলিয়ারচর) -৬ আসনে মোটার ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮৩০ ভোট। নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন ২ লাখ ৯ হাজার ৫২৬ জন।অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ৩ হাজার ৪৫৭ ভোট। নৌকার প্রার্থী নাজমুল হাসান পাপন চতুর্থ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

শনিবার ৭ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ তথ্য/ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র কুলিয়ারচর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আলম এবং ভৈরব ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।

Don`t copy text!