আজ ৭ জানুয়ারি রবিবার সারাদেশের ন্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯ (দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ আসনে উৎসব মুখর পরিবেশ ও শান্তিপুর্ণ ভাবে সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটাররা সারিবদ্ধভাবে শতস্পূর্ত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে । খুলনা – ১ আসনে মোট প্রায় ২ লক্ষ ৯০ হাজার ভোটের মধ্যে বটিয়াঘাটা উপজেলার ১ লক্ষ, ৫৭ হাজার, ২’শ ৮৫ জন ভোটারের জন্য মোট ৬১ কেন্দ্রে নির্বাচন পরিচালনা করতে ৬১ জন প্রিজাইডিং অফিসার,৩৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭২৬ জন পোলিং অফিসার সহ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের সার্বিক তত্ত্বাবধানে আনসার, পুলিশ, গোয়েন্দা পুলিশ, রেব , বডারগার্ড ও সেনাবাহিনীর সদস্যরা এক যোগে কাজ করছে । খুলনা -১ আসনের আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মন্ডল তার জন্মভূমি দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। এব্যাপারে তিনি এপ্রতিবেদককে বলেন, এঅঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে এবং বঙ্গবন্ধুর নৌকাকে ভালো বাসে তাই বঙ্গবন্ধুর নৌকা মার্কায় বিপুল পরিমাণ ভোটার তাদের ভোটাধিকার নৌকা মার্কায় প্রয়োগ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে । সকাল ১১ টারদিকে তার ভোট কেন্দ্র লাউডোব সাইক্লোন সেন্টারে ভোট প্রদান করেন বাংলাদেশ আ,লীগের কেন্দ্রীয় কার্য নিবাহী কমিটির সম্নানীত সদস্য এ্যাড,গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। সব মিলিয়ে খুলনা -১ আসনে কোন প্রকার নাশকতা ও সহিংসতা ছাড়াই ভোটারেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছে । অন্যদিকে খুলনা-১ আসনে সব মিলিয়ে এরিপোর্ট লেখা পর্যন্ত,গড় প্রায় ৪৫/ %
‘৫০ % থেকে ভোটারে উপস্থিতির কথা জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র