রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় চালক নিহত নবীনগরে বিদ্যালয়ের ছাদ ধসে ২ জন শিক্ষক আহত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

খুলনার দাকোপ উপজেলায় আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,সকল প্রস্তুতি সম্পন্ন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান / ১৬৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১০:৫৩ অপরাহ্ণ

আগামীকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে।এ লক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সম্পন্ন করতে দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসারের নেতৃত্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে শান্তি শৃংঙ্খলার পাশাপাশি অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য বিভিন্ন স্তরের আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীদেরকে মোতায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাকোপের ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৯টি ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত স্ব-স্ব প্রিজাইডিং অফিসারের নিকট ভোট কেন্দ্রের ব্যালট পেপার ছাড়া অন্যান্য সকল প্রয়োজনীয় মালামাল প্রদান করা হয়েছে। এ সকল প্রিজাইডিং অফিসারদের সাথে রয়েছেন সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনী পুলিশ, আনসার-ভিডিপির প্রয়োজনীয় সদস্য বৃন্দ। ভৌগোলিক কারণে এ উপজেলাটি উপকূলীয় এলাকায় হওয়ায়, একই দিনে উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ক্যাসমেন্ট এরিয়ার বিভিন্ন ভোট কেন্দ্রের জন্য দায়িত্ব প্রাপ্ত ১০ জন ক্লাস্টার অফিসারদের মাধ্যমে আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তার দিয়ে ব্যালট পেপার নিয়ে নির্বাচনের দিন ৭ জানুয়ারী রবিবার সকাল ৭টার মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিকট ব্যালট পেপার গুলি পৌঁছিয়ে দেবেন। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি ভোট কেন্দ্রে বিরোতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান,অত্র উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯৮০ জন। মোট ভোট কেন্দ্র ৪৯টি, বুথ ৩০৭টি। নির্বাচনের প্রয়োজনীয় সকল মালামাল কেন্দ্র গুলিতে পৌছিয়ে দেওয়া হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরোতিহীন ভাবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের মোট ৪৯টি ভোট কেন্দ্রের জন্য ব্যালট পেপার বাদে প্রয়োজনীয় অন্যান্য সকল মালামাল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট শনিবার প্রদান করা হয়েছে। নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত এ সকল প্রিজাইডিং অফিসাররা আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর প্রয়োজনীয় সদস্যদের নিয়ে সড়ক পথে এবং ট্রলার যোগে নদী পথে রওনা দিয়ে ভোট কেন্দ্রে পৌছিয়েছে। নির্বাচন অবাদ,সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, কোস্ট গার্ড, র‌্যাব, আনসার-ভিডিপির সদস্য/সদস্যা বৃন্দরা নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করবেন। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ভোট চলাকালিন সময়ে প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়া পৃথক পৃথক ভাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স প্রতিটি ভোট কেন্দ্র মনিটরিং করবেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!