আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে চলছে নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানানো হচ্ছে। আজ সকাল সাড়ে ১১টায় এলাকাভিত্তিক প্রচারণায় নামেন ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তারা শুরুতে সাভার পৌর ৬ নং ওয়ার্ড ভাগলপুর সিরামিক্স বাজার থেকে ৪ নং ওয়ার্ড দলিল লেখক কার্যালয়ে গিয়ে গণসংযোগ শেষ করেন। এসময় তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এলাকায় ও বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সরব প্রচারণা চালান।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের সকল নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে। তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি। আমরা সরকারের উন্নয়নের তথ্য দিচ্ছি এবং তাদের দাবি দাওয়া শুনে বিবেচনার আশ্বাস দিচ্ছি। আগামী ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে তারা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবে।
গণসংযোগকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের সাথে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী ,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাভার থানা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সবুজ , ঢাকা জেলা উত্তর তাঁতীলীগের প্রতিষ্ঠাতা হাজী মোঃ মোবারক হোসেন খোকন, সাভার পৌর যুবলীগ নেতা মনিরুল ইসলাম মুকুল, সাভার পৌর যুবলীগ নেতা মোঃ আবুল, সাভার থানা তাঁতীলীগের সভাপতি মোঃ আবু সাঈদ, সাভার পৌর ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারেক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।