সিরাজদিখানে নৌকা প্রতীকের প্রার্থী কে বিজয়ের লক্ষে আলোচনা সভা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকা প্রতীকের প্রার্থী হাজী মহিউদ্দিন আহমেদ কে বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টায় সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়ন এর শেখরনগর শ্বশান সংলগ্ন বালুর মাঠে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
শেখর নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন শেখর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আমজাদ হোসেন,সঞ্চালনায় ছিলেন শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড মোঃরাকিবুল ইসলাম রাকিব,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ১(শ্রীনগর-সিরাজদিখান)এর নৌকা প্রতীকের প্রার্থী সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুবক্কর সিদ্দিক,অরুণ সরকার রানা সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি,কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য মেহ জাবিন আলী,সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট কাসেম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ কাসেম,বিজ্ঞান বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন,শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল সহ ইউনিয়ন এর বিভিন্ন স্তরের মানুষ।
আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ ঐক্য বদ্ধ হয়ে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ কে বিজয়ী করার আহ্বান জানান।