উৎসব মুখর পরিবেশে ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
১লা জানুয়ারি বই দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদী ইউনিয়নের
কাফিলাতলী বাজার সংলগ্ন স্কুল মাঠে এই বই বিতরণ করা হয়।
নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ বয়ে যায়। বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীরা বই পেয়ে উল্লাস করতে থাকে। নতুন বইয়ের সাথে স্কুলের পক্ষ থেকে ছাত্র- ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোদাসসের হোসেন দুলাল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন-উপাধ্যক্ষ উম্মে সালমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন গণ্যমান্য সামাজিক ব্যাক্তি বর্গ প্রমুখ।
পাঠ্য বই বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য যে, শিক্ষার নিবেদিত প্রাণ, সফল ব্যাক্তিত্ব,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগি,শিল্পপতি, ফারুক আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গোলাম ফারুক হুমায়ুন কবির ভূঁইয়া নিজস্ব অর্থায়নে ২০১৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
এর পর থেকে অদ্যবধি সুনাম ও ভালো ফলাফল করার কারণে আশপাশের এলাকা থেকেও ছাত্র-ছাত্রীরা আসতে থাকে।