দাকোপ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিত ৪০ পিস ইয়াবা সহ গ্রেফতার হলেন মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন শিকদার। দাকোপ থানায় মাদক দ্রব আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেছে দাকোপ থানা পুলিশ।দাকোপ থানায় মামলা সূত্রে জানাযায় ১লা জানুয়ারী সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর চালনা পৌর সভার ৮ নং ওয়ার্ডের আচাভুঁয়াস্হ খৃষ্টানপাড়া গীর্জার পাশে জনৈক ফিরোজের বাড়ীর সামনে পিচের রাস্তার উপরে পিরোজপুর জেলার কাউখালী থানার বেতকা বর্তমান মোংলা শ্রম কল্যান রোড মৃত আমিরুল ওরফে আমির আলী শিকদারের পুত্র আনোয়ার হোসেন শিকদার(৫৮) কতিপয় ব্যক্তির কাছে মাদকদ্রব্য বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে দাকোপ থানা থনা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মাদ আব্দুল হকের নির্দেশে থানার উপ-পরিদর্শক বিজয় কৃষ্ণ কর্মকার,উপ-পরিদর্শক শাহিন উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থ থেকে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে সার্চ করে তার পরিহিত পাঞ্জাবীর পকেট হতে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং আনোয়ার হোসেকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় দাকোপ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-২ তাং ১/১/২০২৪ আটককৃত ব্যক্তিকে দাকোপ থানা পুলিশ জেলহাজতে প্রেরণ করেছেন।