ইংরেজি নববর্ষের প্রথম দিনে সারা দেশে চলছে বিনামূল্যে নতুন বই বিতরণ বা বই উৎসব। প্রতিবছর জানুয়ারির ১ তারিখে দেশজুড়ে বই বিতরণের মাধ্যমে পালন করা হয় বই উৎসব। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে উল্লসিত মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) সকালে বই বিতরণ উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহীদ উল্লাহ প্রধান, সাবেক চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ দর্জি, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লা, প্রাক্তন মেধাবী ছাত্র ও রসায়নবিদ সাহাব উদ্দিন প্রধান, সমাজ সেবক আব্দুল হক মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন- ম্যানেজিং কমিটির সদস্য বদরুজ্জামান জসিম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির প্রধান, আবুল কালাম, হেড মাওলানা আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী, সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, গোলাম হায়দার মোল্লা, মাহবুবুর রহমান ও মিজানুর রহমান প্রমুখ।