ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নয়ন, সম্পাদক নিজামী

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩১, ২০২৩ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক লাল সবুজ পত্রিকার সম্পাদক নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানব জমিনের মিরসরাই উপজেলা প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী।
শনিবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। মিরসরাই মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচলাক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: জামসেদ আলম প্রধান নির্বাচন কমিশনার, নাট্যকার মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সেলিম নির্বাচন কমিশনার, অধ্যাপক সাইদুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিটির সদস্য সচিব মিরসরাই উপজেলা প্রেস ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এবং সদস্য সাংবাদিক রণজিৎ ধর এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন ক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৪ -২৫ সালের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচত হয়। এ কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ভোটের আনুষ্ঠানিকতা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডাঃ জামসেদ আলম সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন। এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

Don`t copy text!