ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর সাপাহারে নৌকার প্রতিকের নির্বাচনী ক্যাম্পের মোটরসাইকেলে অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২৩ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণসদা গ্রামে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পেনিয়ে কেবা কাহারান অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ক্যাম্পের সামনে টাঙ্গানো পোস্টার ও ব্যানার পুড়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্যে রাতে উপজেলার গোয়ালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষ্ণসদা গ্রামে নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের পার্শে ওই গ্রামের মৃত এসতাব আলীর ছেলে মৎস্যচাষী ইলিয়াস হোসেন (৬০) তার বাজাজ সিটি মোটরসাইকেল টি রেখে অদুরে পুকুরে মাছ ধরতে যান। তার ২০ মিনিটের মধ্যে সেখানে আগুনের ধোয়া দেখতে পায়।এসময় ঘটনাস্থলে লোকজন ছুটে গিয়ে দেখেন নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের বাহিরে রাখা মোটরসাইকেলটি কে বা কাহারা নৌকা প্রতিকের নির্বাচনী ক্যাম্পের ভিতর রেখে মোটরসাইকেল আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে।এসময় স্থানীয় লোকজন আগুন নিযন্ত্রণ করে। দুবৃত্তের ধরিয়ে দেয়া আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ন পুড়ে ভস্ম হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীগন ঘটনাস্থলে ছুটে আসেন।এদিকে শনিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, সাপাহার সার্কেল পুলিশের এ এস পি সবুজ হোসেন ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

Don`t copy text!