ঢাকাশনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর বদলগাছী থুপশহর এলাকা ১১০০ টি ট্যাপান্টাডল সহ মাদক ব্যবসায়ী টিটু ও ইমদাদুল হক নামে দুই জন আটক

প্রতিবেদক
admin
ডিসেম্বর ৩০, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

র‌্যাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে¡ নওগাঁ জেলার বদলগাছী থানাধীন থুপশহর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১০০ পিচ ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ টিটু হোসেন (২৬), পিতা-মোঃ উজ্জল হোসেন, গ্রাম-গোপালপুর এবং ২। মোঃ ইমদাদুল হক (৪৬), পিতা-মৃত ইসরাফিল হোসেন, সাং-কোলার পালশা, উভয়ের থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী টিটু এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী এমদাদুল টিটু‘র সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল টিটু‘র গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৮-১২-২০২৩ ইং তারিখে ১৬০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপান্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন থুপশহর এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল টিটু ও এমদাদুল কে আটক করে । পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১১০০ পিচ ট্যাপান্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Don`t copy text!