ফুলগাজী উপজেলা বণিকপাড়া শীতল বণিক বাড়ির জরাজীর্ণ দুর্গা মন্দিরের সংস্কারের দায়িত্ব নিলেন ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সহধর্মিণী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহানারা আরজু। সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে শীতল বাড়ির বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী।
দুর্গা মন্দির সভাপতি নেপাল চন্দ্র বনিক, সাধারণ সম্পাদক লিটন বণিক, সদস্য করুনা বনিক জানান, আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল এ মন্দিরকে নতুনভাবে সাজাতে। এর আগেও অনেকের কাছে আবেদন করেও বঞ্চিত হয়েছি।
আমরা মন্দির কমিটির সকল সদস্য ও শীতল বণিক বাড়ির বসবাসরত সকল সদস্যদের নিয়ে অধ্যাপক ডা. জাহানারা আরজু’র নিকট আবেদন জানালে তাৎক্ষণিক সংস্কারের উদ্যোগ নেয়। আমরা মহান সৃষ্টিকর্তার নিকট উনার দীর্ঘ নেক হায়াত কামনা করছি।
এবিষয়ে অধ্যাপক ডা. জাহানারা আরজু বলেন আমি ও আমার পরিবারের সদস্যরা দলমত, জাতিবর্ণ সকলকে ভালবাসি এটা হলো আমাদের নৈতিক শিক্ষা। শীতল বণিক বাড়ির ভাইবোনদের আবদার ফেলে দেওয়ার সুযোগ নেই। তাই আমি তাৎক্ষণিক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম রায়হানকে উক্ত মন্দিরটি অতিদ্রুত সংস্কার করার জন্য দায়িত্ব দিয়েছি।
সংস্কারের দায়িত্ব পাওয়া নুরুল ইসলাম রায়হান জানান, কয়েকদিনের মধ্যে শীতল বণিক বাড়ির দুর্গা মন্দিরের সংস্কারের কাজ শুরু করব।