গোপালগঞ্জের কাশিয়ানীর কৃতি সন্তান মিলটন খান তিনি সাংবাদিক পেশায় দীর্ঘদিন ধরে অপরাধ, দূর্নীতি-দমন সমাজের অসংগতি সহ অসহায় ও সুবিধা বঞ্চিতদের পাশে কাজ করে আসছেন।
জাতীয় সাপ্তাহিক সংবাদপাতা পত্রিকা’র নির্বাহী সম্পাদক, এছাড়া সম্পাদকীয় কলাম লিখেছেন তিনি,সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। এছাড়াও দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা দৈনিক কালবেলা ও দৈনিক বাংলাদেশ সমাচারে উপজেলা ও জেলায় নিয়মিত কাজ করছে।
সাংবাদিকদের অধিকার রক্ষার শীর্ষ সংগঠন সাংবাদিক ইউনিয়ন এর গোপালগঞ্জ শাখার অন্যতম সদস্য, কাশিয়ানী উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষিত ও অধিকার রক্ষায় আলোচিত সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিলটন খান এর হাতেগড়া সাংবাদিক সংগঠন কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম যার প্রধান উপদেষ্টা হিসাবে দ্বায়িত্ব পালন করছেন গতকাল (২৮ডিসেম্বর) সেই সংগঠনের ইউনিয়ন ভিত্তিক শীতকালীন সাংগঠনিক গতিশীল মতামত ও ভোজের আয়োজনে তার জন্মদিন পালন করে রিপোর্টার্স ফোরাম পরিবার।
যেখানে অপরাধ, দুর্নীতি ও সুবিধাবঞ্চিত সেখানেই নির্ভীক, সাহসী এই সাংবাদিক নেতার দিকনির্দেশনায় ও নেতৃত্বে রিপোর্টার্স ফোরাম পরিবার গড়ে উঠেছে অনুসন্ধানী একটি টিম।যাহা নিরলস ভাবে কাজ করে চলেছে।
এ সময় কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি বায়তুর হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক ইবাদুল রানা সহ পরিবারের সকলে সাংবাদিক গড়ার কাড়িগর মিলটন খানের,জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ভাই যেভাবে আমাদের কে বটবিক্ষর মত আগলে রেখেছেন ঠিক সেইভাবে সহস্র বছর বেঁচে থাকুক এবং তার পরিকল্পনার কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।