সিরাজদিখানে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজার
আইএফআইসি ব্যাংক উপশাখার উদ্যোগে ২০২৩-২৪ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
ব্যাংকিং সেবা সহজে সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে নিয়ে এসেছে আইএফআইসি ব্যাংক এর আগানগর শাখার অধিনে ৩টি উপ-শাখা উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ইস্টার্ন রোডের ভান্ডারী সুপার মার্কেটের দ্বিতীয় তলায়,বালুচর বাজারএবং ইছাপুরা বাজার উপশাখা।
বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর বিকাল ৪টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার চৌরাস্তা রোড মোল্লা মার্কেটে দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংক শাখায় এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বিদেশ থেকে নিরাপদে টাকা আসে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা বাড়ির পাশে আমার প্রতিবেশী আইএফআইসি একাউন্টে সারা দেশে প্রায় ১২০০ শাখা-উপশাখা নিশ্চিত করছে ওয়ান স্টপ সার্ভিস, এক কাউন্টারেই রেমিট্যান্স-সহ সকল ব্যাংকিং সেবা বিদেশ থেকে পাঠানো টাকায় বাড়তি ২.৫% সরকারি প্রণোদনা পাওয়া যায় দ্রুত ও ঝামেলাহীনভাবে আইএফআইসি থেকে রেমিট্যান্স সেবা নিলেই পাচ্ছে আকর্ষণীয় উপহার।
এ-সময় উপস্থিত ছিলেন ভাষানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম,বালুচর বিশিষ্ট ব্যবসায়ী উৎফল মোল্লা, আইএফআইসি ব্যাংক বালুচর বাজার উপশাখার ইনচার্জ মো: ওয়াহেদুজ্জামান তালুকদার,অসিষ্ট্যান অফিসার মাহবুব হোসেন চৌধুরী প্রমুখ।