জামালপুরের বকশীগঞ্জে আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোবর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
২৭ ডিসেম্বর (বুধবার) বিকালে পৌর শহরের বিভিন্ন স্থানে ভোটারদের ভোট বর্জন ও ডামী নির্বাচনে ভোটার অনিহা সৃষ্টি করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স , উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নওশেদ আলী, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওন, উপজেলা কৃষক দল নেতা ওবায়দুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন খান, যুগ্ন আহবায়ক রাশেদুজ্জামান সোনা মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবাইদুল ইসলাম শামীম, ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক , ছাত্রদল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁরা আগামি পাঁতানো নির্বাচনে সাধারণ ভোটারদের কেন্দ্রে ভোট না দিতে উদাত্ত আহবান জানান এবং বিএনপির জনসম্পৃক্ত আন্দোলনের সাথে জনগণকে সমর্থন দেওয়ার দাবি জানান।