ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে নির্বাচনী জনসভা করেন সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন মাঠে গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় যোগদেন তিনি।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবু বক্করের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মেজর নুরুল ইসলাম ,(অবসর প্রাপ্ত) ১নং গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন(বিডিআর), বীর মুক্তি যোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াহাব মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এমরান মিয়া ১নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনিসুর রহমান শামীম, সদস্য সচিব মাসুদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি বেগম, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার শিউলি, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাদিম আব্বাস, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, দেশ বিরোধী চক্র দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছে। জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। নির্বাচন বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নাজি রুল ইসলাম।

Don`t copy text!