ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দায় রাতের অন্ধকারে পানি উন্নয়ন বোর্ডের রোড কেটে ছিদ্র করে পাইপ ঢোকানোর অভিযোগ দেখার কেউ নেই

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৬, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর মান্দায় রাতের অন্ধকারে পানি উন্নয়ন বোর্ডের রোড কেটে পাইপ ঢুকানোর অভিযোগ উঠেছেএলাকাবাসীর কাছ থেকে,ঘটনাটি ঘটেছে ১৪ নং বিষ্ণুপুর ইউপির চকশোল্যা বাজার এলাকায়, এ ঘটনায় তীব্র খোব প্রকাশ প্রকাশ করছে তারা,নাম প্রকাশ না করা ইচ্ছুক এক ব্যক্তি কাছ থেকে জানা যায় , বিল বয়রা গ্রামের মো:ইউসুফ আলী সরদার,এর ছেলেমো:ইয়াকুব আলী সরদার, (৩০) ও ইউসুফ আলী সরদার, (২৬) রাত বারোটার দিকে অন্ধকারে কোন কিছু শব্দ হচ্ছে টের পেয়ে বের হয়ে আসি ঘর থেকে এসে দেখি, রাস্তা কেটে ফুটো করে পাইপ ঢোকানো হচ্ছে শ্যালো মেশিন এর মত বোরিং করে , এ বিষয়ে পরিষদের চেয়ারম্যান ও ছকিদার কে বলি তখন উত্তরে আমাকে বলে ওরা রাতের অন্ধকারে আসছে ওদেরকে কিছুই বলার দরকার নেই, আমরা সকালে গিয়ে বিষয়টি দেখব।স্থানীয় সূত্রের বিষয়টি জানতে চাইলে তারা বলেন, এ রোড ফুটো করে পাইপ ঢোকানোর কারণে রাস্তা যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে এবং এ রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, তাছাড়া বর্ষাকালে ফকিন্নি নদীর উপসে পড়া পানি রক্ষাকারী বাঁদ হিসাবেও উল্লেখযোগ্, এরকম ভাবে যদি রাস্তা ফটো করা হয় তাহলে অবশ্যই বর্ষাকালে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জাননমালের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এস ও মাহমুদুল্লাহ জাকি ও মাঠকর্মী কর্মী নয়ন চন্দ্রর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি, এই বিষয়টি নিয়ে খুব শীঘ্রই ব্যবস্থা করব।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম এর সঙ্গে কথা হলে তিনি বলেন বিষয়টি আমিও শুনেছি রাস্তা কেটে পাইপ ঢুকানো ঢোকানো হয়েছে তবে বিষয়টি একেবারে ঠিক হয়নি, ইউনিয়ন পরিষদে অভিযোগ পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Don`t copy text!