আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় মাঠে দাফিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র পদপ্রার্থী কমেডি ও কৌতুক অভিনেতা চিকন আলী পদপ্রার্থী আসন্ন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনের নতুন মুখ চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান চিকন আলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রবরে জমা প্রদান করলে গত ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১% ভোটারের সিরিয়াল ও স্বাক্ষর গরমিলের কারণে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মওলা।
পরবর্তীতে প্রার্থিতা চালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনারগণ গত ১৩ নভেম্বর শুনানী শেষে পূর্বের আদেশ বাহাল রেখে আদেশ দিলে ১৪ নভেম্বর ঐ আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রিট করলে ২০ এ নভেম্বর বুধবার হাইকোট বিভাগের দুইজন বিচারপতির সমন্বয়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ শামিনুর রহমানের পক্ষে আইনজীবি ফকরুল ইসলামের বক্তব্য শুনে কাগজ পত্র দেখে শামিনুর রহমানের মনোনয়ন পত্র বৈধ বলে আদেশ প্রদান করেন।বৃহস্প্রতিবার বিকেলে শামিনুর রহমান চিকন আলীর স্ত্রী বদলগাছী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার কল্পনাকে নওগাঁর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ গোলাম মওলার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সোহেল রানা কেটলি মারর্কা তুলে দেন।শামিনুর রহমান চিকন আলীর বাড়ী বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামে পিতা আব্বাস আলী মাতা সাজেদা বেগম।অভিনেতা চিকন আলী মহাদেবপুর বদলগাছী আসনে নির্বাচিত হলে সাধারন মানুষে কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবে পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সব সময় সকলের সঙ্গে মিলে মিশে কাজ করবে বলে জানান এবং নওগাঁর চৌমাশিয়া বাজার এলাকায় এসে দাঁড়ালে নতুন মুখ হিসেবে কমেডিয়ান কৌতুক অভিনেতা চিকন আলীর ভক্তদের ঢল নামে তাকে দেখার জন্য হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মত সবার মন জয় করেছেন