টঙ্গীবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা’র নির্বাচনী সভা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে নির্বাচনী সভা করেছেন মুন্সীগঞ্জ ২(টঙ্গীবাড়ী-লৌহজং)আসনের সংসদ সদস্য প্রার্থী (স্বতন্ত্র) এডভোকেট সোহানা তাহমিনা।এ আসনে বিভিন্ন স্থানে নিজের প্রতীক ট্রাক মার্কার ভোট চেয়ে লিফলেট বিতরন করে ভোটারদের কাছে ভোট দেয়ার কথা বলছেন।বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান খান এর সভাপতিত্বে ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান সর্দার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃমহিউদ্দিন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনারং-টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঢাকা বিভাগের সভাপতি ও দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃমামুন হালদার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মিজান খান, মোঃ সোয়েব খান, পলাশ হালদার,সুমন হালদার,মোশাররফ হোসেন খান,লিটু খান,নেকবর মেলকার সহ স্থানীয় আরো অনেকে।