ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমানকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৫, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান। তিনি বর্তমানে হাসপাতালটির আইসিইউতে আছেন। পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় তার চিকিৎসা কোনভাবে চলছে।ব্যয়বহুল এই চিকিৎসায় সহায় সম্বল হারিয়ে তার পরিবার বর্তমানে নিঃস্ব। চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব।

এ নিয়ে নোমানের পরিবার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম জানিয়ে, তার জন্য দ্রুত উন্নত চিকিৎসার তাগিদে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা কামনা করেছেন। তাদের মতে এ মুহূর্তে প্রধানমন্ত্রীর সহযোগিতা পারে বাবাকে তার সন্তানের কাছে, স্বামীকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে আনতে।

দ্রুত চিকিৎসা করাতে না পারলে ক্যান্সারের জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ার আশংকা জানিয়ে পরিবার মোহাম্মদ নোমানের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ছাড়াও সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকেও সহযোগিতা কামনা করছেন।

Don`t copy text!