সিরাজদিখানে স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণসংযোগ করেছেন মুন্সীগঞ্জ-১আসন(শ্রীনগর-সিরা জদিখান) স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।
২৫ ডিসেম্বর সোমবার বেলা ১০ টা থেকে শুরু করে বিকাল ৩ টা পর্যন্ত সিরাজদিখানের মালখানগরের মালখানগর কলেজ মাঠ এলাকা, তালতলা বাজার, মালখানগর চৌরাস্তা সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও তার প্রতীক ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন।
এ সময় গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইনুল হাসান নাহিদ,কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইমরান হোসেন তপু, রশুনিয়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী৷সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, রাসেল শেখ,যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াশিম, সহ আরো অনেকে।