চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন ঘণ্টার ব্যবধানে এক রাতেই তিনটি খুনের ঘটনা ঘটেছে। পৃথক পৃথক তিনটি খুনের ঘটনায় পুরো উপজেলা জুড়ে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়ন, সলিমপর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ গামারীতল গ্রামের হাশেম মাস্টার বাড়ীর আফাজউল্ল্যার পুত্র মোঃ আলমগীর (৩৫)। জানা যায়, রাত ৯টার দিকে দোকান বন্ধ করে শীতলপুর থেকে নিজ বাড়ীতে ফেরার পথে দুর্বৃত্তরা মোঃ আলমগীর কে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পশ্চিম লালানগর মৌলভীপাড়া এলাকায় জায়গা-জমি ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে আহত করে মামাতো ভাই তৌহিদুল ইসলাম ফুফাতো ভাই নুর মোস্তফা বজল(৫৬) কে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি হলেন ঐ এলাকার মুজিবুল হকের ছেলে।
অপর দিকে রাত সাড়ে ১১টার সময় উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের ছিন্নমূলের ৩নং সমাজ লোকনাথ মন্দিরের পাশে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে লাঠির আঘাতে মোঃ সবুজ এর পুত্র মোঃ ইমন (১৫) নামের এক কিশোর কে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তার পরিবারের লোকজন ইমনকে উদ্ধার কে চট্টগ্রাম সাউদর্ন হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ইমন মারা যান। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, জায়গা-জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। তৌহিদুল ইসলাম একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। অপর দিকে শীতলপুর এলাকায় এক ব্যবসায়ী দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে। অন্যদিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে একজন কে লাঠির আঘাতে খুন করা হয়েছে। লাশ চমেক হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে। এঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। নিহত ইমনের পিতা মোঃ সবুজ তার ছেলের মৃত্যুর ঘটনায় বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।