ঢাকারবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে সমাজ সর্দারকে গুলি-কুপিয়ে খুন করে আপন মামাতো ভাই

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৪, ২০২৩ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এক সমাজ সর্দারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে আপন মামাতো ভাই। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নস্থ ১নং ওয়ার্ড পশ্চিম লালানগর মৌলভীপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ঐ এলাকার মুজিবুল হকের ছেলে নুর মোস্তফা বজল (৫৬)। সীতাকুণ্ড মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম লালানগর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামী তৌহিদুল ইসলামের সাথে নুর মোস্তফা বজলের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে তৌহিদুল ইসলাম জনসম্মুখে নুর মোস্তফা বজল কে কুপিয়ে ও গুলি করে খুন করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন জানান, জায়গা জমির বিরোধ নিয়ে মামাতো ভাইয়ের হাতে খুন হন ফুফাতো ভাই। তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তৌহিদুল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের ১৮টি রয়েছে, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Don`t copy text!