ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নৌকার মার্কা সমর্থনকারী কে প্রাণনাশের হুমকি দিয়েছে কলা মার্কা প্রার্থী সুখনের কর্মী

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৩, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নৌকা মার্কার পক্ষে সমর্থন কারিকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্বতন্ত্র প্রার্থী সুখনের কর্মীরা।

নাসিরনগর পশ্চিঁম পাড়া জয়নগর অভিযোগকারী লক্ষীরানীর বাড়ী। লক্ষীরানী রাস্তা দিয়ে নদীতে আসার সময় কিছু দুশ্চরিত্র স্বতন্ত্র প্রার্থী সুখনের কর্মীরা লক্ষীরানী কে ডাক দিয়ে বলে লক্ষীরানী তুমি আমাদের সাথে স্বতন্ত্র প্রার্থী কলা মার্কার দল করো, লক্ষীরানী জবাবে বল্লেন আমি নৌকা মার্কার সমর্থন করি, আমি স্বতন্ত্র প্রার্থীর দল করব না, লক্ষীরানী ওদের কথায় এরিয়ে গেলে লক্ষীরানীকে প্রাণনাশের হুমকি দিয়ে গালি দিয়ে বলে তোকে আর তোর স্বামী আনন্দ দাস কে এবং তোর ছেলে মেয়েকে মেরে লাশ ঘুম করে ফেলবো,লক্ষীরানী ভয়ে নাসিরনগর থানায় সাধারন ডায়েরী করেন।

হুমকি দাতা ও আসামিরা হলেন,(ক) ১ প্রাণ দাস (৪৫) পিতা-রাম দুলাল দাস। ২ অধীর দাশ (৫০) পিতা- দ্বীরেশ দাস। ৩ অবিনাশ দাস (৩৫) পিতা মতিলাল দাস। ৪ কার্তীক দাস (৪০)পিতা- শংকর দাস। (খ) ১সাক্ষী – অন্তর দাস (৪০) পিতা-মৃত্যু সুদর্শন দাস। ২- রতিরঞ্জনদাস (৪৫)পিতা মৃত্যু কটুলাল দাস। ৩-আদেশ দাস (১৮)পিতা আনন্দ দাস। ৪-বুধাই দাস(৬৫) পিতা মৃত্যু রমেশ দাস। জিডি নং ১১৯৭/তারিখ -২৩/১২/২৩. বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি মোঃ সোহাগ রানা।

Don`t copy text!