ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগর পৌরসভার ফসলি জমি থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২২, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে হেলাল মিয়া (৩৫) নামক একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

২২ ডিসেম্বর শুক্রবার সকালে নবীনগর থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।সে উপজেলার সাহেবনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,একই উপজেলার আলমনগর গ্রামের রুপ মিয়ার মেয়ে আছমার সাথে বিবাহের পর থেকে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল,সে এক ছেলে ও এক মেয়ের জনক।বিগত ১ বছর পূর্বে থেকে বাবা মা ভাইদের থেকে আলাদা হয়ে স্ত্রীকে নিয়ে নবীনগর ভাড়া বাসায় থাকেন। ২ দিন পূর্বে তাদের মধ্যে ঝগড়া হল সে ঘর থেকে বের হয়ে চলে আসে। সকালে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে।

এবিষয়ে মৃতের মা পেয়েরা বেগম জানান,আমার ছেলের সাথে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন সব সময় ঝগড়া লেগে থাকত,গত ২ দিন আগে আমার ছেলেকে মারধর করে তারা তার ভাড়া বাসা থেকে বের করে দেয়,আমার ছেলেকে তারাই মেরে ফেলেছে।

এবিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাস জানান, পারিবারিক কলহের জেরে ঘর থেকে বের হয়ে এসে হয়তো কিছু একটা খেয়েছে,যেহেতু শরীলে কোন আঘাতের চিহ্ন নাই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

Don`t copy text!